বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, জগন্নাথে মেয়েদের মাত্র একটি হল এবং ছেলেদের হল না থাকায় শিক্ষার্থীদেরকে অনেক দূর থেকে এসে ক্লাসে অংশগ্রহণ করতে হয়। রোজা রেখে, জ্যাম ঠেলে যা তাদের জন্য খুবই কষ্টকর। তাই শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আগামী ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো অনলাইনে নেয়া হবে। রুটিন অনুযায়ী ছুটি শুরু হওয়ার তারিখ পর্যন্ত এই ক্লাস চলবে। অনলাইন ক্লাস চলাকালে বিভিন্ন বিভাগের চলমান পরীক্ষা সশরীরেই অনুষ্ঠিত হবে। এসময় পরিবহন সেবা চালু থাকবে বলেও জানান তিনি।